শিল্পপতি রতন টাটার কিছু কথা আমাদের অনুপ্রাণিত করে। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা সাফল্যের রহস্য তুলে ধরেন। তাঁর কথায়, 'সবথেকে বড় ব্যর্থতা হল, চেষ্টাই না করা'। 'মানুষের বিদ্রুপ সয়ে যেতে হবে, সেটাই সাফল্যের শক্তি।' রতন টাটা বলেন, 'যে সুযোগগুলি নিই নি, তাঁর জন্যই শেষে অনুতাপ করি আমরা।' তাঁর মত, 'ভাগ্য নয়, পরিশ্রমেই আসে সাফল্য'। কোনওকিছুই ভাগ্যের হাতে ছেড়ে দিতে নারাজ রতন টাটা। 'যদি তুমি দ্রুত হাঁটতে চাও, একা হাঁটো। যদি তুমি বহুদূর হেঁটে যেতে চাও একত্রিত হও।' একই যুদ্ধ হয়ত বারবার লড়তে হবে তোমাকে, তবেই মিলবে সাফল্য। সবথেকে বড় ঝুঁকি হল ঝুঁকি না নেওয়াতে।