প্রায়ই অন্যদের সঙ্গে তুলনা করেন আশেপাশের মানুষ ? অন্যে কে কী পারল, কী করে দেখাল এই নিয়েই চর্চা সারাদিন ? মন বিষাক্ত হয়ে উঠছে, হীনমন্যতায় ভুগছেন ? পথ দেখাবেন সদগুরু, তাঁর কথাতেই দিশা পাবেন এই সমস্যা থেকে। সদগুরু বলেন, তুলনা করা এক অর্থে ঠিক। তুলনা করলে বোঝা যায় আপনি আদৌ ঠিক কাজ করছেন কিনা। আমাদের সামনে কোনও বেঞ্চমার্ক না থাকলে উন্নতি আসবে না। তাই নিজের ব্যক্তিগত উন্নতির জন্য তুলনা জরুরি। কিন্তু সেই তুলনা যদি আপনার মন বিষাক্ত করে, তা পরিহার করুন। সদগুরু বলেন, 'অন্যের থেকে কত ভাল বা খারাপ করলে, তা বিচার করা উচিত'।