ভারতের অন্যতম জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী।



কঠিন পরিস্থিতিতে, হতাশায়, ব্যর্থতায় তাঁর কথা প্রেরণা জোগায়।



সাফল্য, সম্পর্ক সমস্ত বিষয়ে অকপট উপদেশ দেন সন্দীপ।



জীবনে অন্যের থেকে গুরুত্ব পেতে গেলে কী করতে হবে ?



জেনে নিন সন্দীপ মাহেশ্বরীর কিছু বিশেষ উপদেশ।



তিনি বলেন, নীরবে কাজ করে যাও, সাফল্যই তোমার হয়ে লোকের ঘুম ভাঙাবে।'



'নেতিবাচক মন নিয়ে কখনই ভাল কিছু করা যায় না।'



'মুখে হাসি রাখো যা পৃথিবীকে বদলাবে, পৃথিবী যেন তোমার হাসি বদলে না দেয়'।



'জীবনে গুরুত্ব পেতে চান ? নিজেকে সবার আগে গুরুত্ব দিন।'



'সকলের থেকেই শেখার আছে, কিন্তু অনুসরণ করুন একমাত্র নিজেকে।'



Thanks for Reading. UP NEXT

ভাগ্য নয়, পরিশ্রমেই মেলে সাফল্য- পথ দেখান রতন টাটা

View next story