আধুনিক জগতের 'মীরা' নামেও পরিচিত তিনি। সমাজমাধ্যমে খুবই জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরী। তাঁর কথাতেই লুকিয়ে সাফল্যের রহস্য। জয়া কিশোরী বলেন, নিজের ছোট ছোট জয়গুলিকেও উদযাপন করা উচিত। নিজের উপর থেকে কখনও বিশ্বাস হারানো উচিত নয়। কঠিন সময়ে অন্য কারও সাহায্যের আশা কোরো না। নিজেই নিজের অবলম্বন হয়ে উঠুন, বলেন জয়া কিশোরী। পরিশ্রমই যেমন সাফল্যের মূল কথা, তেমনই দরকার উদ্যম। উদ্যমী হলেই সব বাধা, নেতিবাচকতা কেটে যাবে, বলেন জয়া কিশোরী। তোমার নিজের অবস্থা তুমি ছাড়া এই পৃথিবীর কেউ জানে না।