ভারতের অন্যতম জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী।



জীবনের নানা সমস্যা, সাফল্য, ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।



লাখ লাখ মানুষ তাঁর কথায় খুঁজে পান জীবনের মানে।



তিনি বলেন, অন্যকে নিজের আনন্দ নষ্ট করতে দেবেন না।



আপনার পজিটিভ চিন্তা পৃথিবীর কাছে খুবই মূল্যবান।



হাজারও কাজ খোঁজার দরকার নেই, একটি কাজ খুঁজুন যা আনন্দ দেবে।



আপনি নিজেই আপনার ভাগ্য বদলাতে পারেন, অন্য কেউ নয়।



জীবনে সাফল্য আসে নীরবে, কিন্তু ব্যর্থতা আসে প্রকাশ্যে।



আপনি যে বেঁচে আছেন সুস্থভাবে এই জন্যেই আপনার আনন্দে থাকা উচিত।



ব্যর্থতা এলে নিজেকে অযথা দোষ দেবেন না, বলেন সন্দীপ।