শীঘ্রই হতে চলেছে এই বছরের NEET PG Exam. ২৩ জুন হতে চলেছে এই পরীক্ষা।



একটিই শিফটে এই পরীক্ষা হবে।



সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে এই পরীক্ষা। ২০০টি MCQ থাকবে



বারকোড, কিউআর কোড দেওয়া অ্যাডমিট কার্ড রয়েছে, তার প্রিন্ট নিয়ে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।



সরকার প্রদত্ত পরিচয়পত্র- ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার- যে কোনও একটা নিয়ে যেতে হবে



বিশেষভাবে সক্ষম হয়ে থাকলে, তার জন্য সরকারের নির্দিষ্ট দফতরের ইস্যু করা শংসাপত্র লাগবে, সেটিই পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অতিরিক্ত সময়, স্ক্রাইব পাওয়া যাবে।



কোনও টেক্সট মেটেরিয়াল, নোট, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেন, পেন ড্রাইভ, ইরেজার নেওয়া যাবে না।



মোবাইল ফোন, ব্লুটুথ,ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, বৈদ্যুতিন কোনও সামগ্রী নিয়ে যাওয়া যাবে না।



ওয়ালেট, সানগ্লাস, বিশেষ কোনও বেল্ট, ক্যাপ, সফট ড্রিঙ্ক নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।



পরীক্ষায় টুকলি করা যেকে পারে এমন কোনও যন্ত্র ব্যবহার করা যাবে না।



Thanks for Reading. UP NEXT

উদ্যমী হলেই কাটবে বাধা, ভরসা দেন জয়া কিশোরী

View next story