প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয় জাতীয় শক্তি সংরক্ষণ দিবশ (National Energy Conservation Day)। বিদ্যুৎ বা শক্তি বাঁচাতে সচেতন করা হয় এদিন। বাড়িতে অকারণ বিদ্যুৎ খরচ বাঁচালে বিলের অঙ্কেও অনেকটাই লাগাম আসবে। সাধারণ বাল্ব বা টিউবলাইটের পরিবর্তে LED লাইট বেছে নিন। কম বিদ্যুৎ খরচ করেই আলো দেবে এটি। যতটা সম্ভব ঘরে আলো আসতে দিন। দিনের আলোর বেশিরভাগ ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে আসবে কোনও বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। সাশ্রয় দেখা যাবে বিলে। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে শক্তি সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধেও সাহায্য করতে পারবেন আপনি। ম্যানুয়ালে যতটা তাপমাত্রায় ব্য়বহার করার কথা লেখা হয়েছে। সেটা মেনে চলন (ফ্রিজের ক্ষেত্রে), কমে আসবে বিলের অঙ্ক ফোন, ল্যাপটপের চার্জ পুরোটা হয়ে গেলেই আনপ্লাগ করুন। সারা রাতের জন্য ফেলে রাখবেন না।