ABP Ananda

'আড্ডাটাইমস'-এর নতুন ওয়েব সিরিজে এবার ত্রিকোণ প্রেমের গল্প। সঙ্গে এক নতুন জুটিও।

ABP Ananda

এই প্রথম 'আড্ডাটাইমস'-এর সঙ্গে কাজ করছেন স্বস্তিকা তার প্রথমবার জুটি বাঁধছেন অর্পণের সঙ্গে।

ABP Ananda

এই ওয়েব সিরিজে স্বস্তিকার চরিত্রের নাম চন্দ্রিমা

অর্পণের চরিত্র একজন শিক্ষকের, তাঁর নাম নিশান। স্বস্তিকার স্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

শিক্ষক ও ছাত্রীর মধ্যে গড় ওঠা এক সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হবে সিরিজের গল্প।

অঙ্কের শিক্ষক নিশানের প্রেমে অন্ধ হয়ে, সে বিবাহিত জেনেও তাকে প্রেমপত্র পাঠায় এক ছাত্রী।

এই ছাত্রীর ভূমিকাতেই দেখা যাবে ডোনা সাক্ষী সাহাকে, তার চরিত্রের নাম তিয়াশা

ABP Ananda


তিয়াশার প্রেমপত্র কোন পরিস্থিতি ডেকে আনবে নিশান আর চন্দ্রিমার জীবনে, তাই নিয়েই গল্প