বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি, রুক্মিণী মৈত্র। তাঁর ছোটবেলার কিছু গল্প এখনও অনেকেরই অজানা।

কেরিয়ারের প্রথমদিকে, শাশ্বত চট্টোপাধ্যায়ের 'অপুর সংসার' শো-তে এসে নিজের ছোটবেলার একটি ঘটনা শুনিয়েছিলেন রুক্মিণী।

ছোটবেলায় একবার বাবা-মায়ের সঙ্গে এক পারিবারিক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন রুক্মিণী।

সেই বাড়িতে ছিল একটি পোষ্য কুকুর। ছোট্ট রুক্মিণীকে নাকি মোটেই পছন্দ করছিল না সেই পোষ্য, বারে বারে চিৎকার করছিল।

যাতে ছোট্ট রুক্মিণী ভয় না পান, তাই ওই পোষ্যের মালিক পোষ্যটিকে একটি ঘরে চেন দিয়ে বেঁধে রেখেছিলেন।

কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ সেই পোষ্য চেন ছিঁড়ে এসে ছোট্ট রুক্মিণীর গায়ে উঠে পড়ে।

প্রচণ্ড ভয় পেয়ে, চিৎকার করে নিজে বাঁচতে ছোট্ট রুক্মিণী নিজেই অজান্তেই কামড়ে দেন সেই পোষ্যটিকে।

এরপরে অবশ্য রুক্মিণীর প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছিল, নিতে হয়েছিল ভ্যাকসিনও।


চ্যালেঞ্জ ছবির মুক্তির সময় 'অপুর সংসার'-এ এসে এই গল্পটি বলেছিলেন রুক্মিণী মৈত্র।


সেই সময়ে রুক্মিণীকে নিয়ে ভীষণ মজা করেছিলেন দেব ও শাশ্বত