বলিউডে তিনি কখনও প্রেমিক নায়ক, কখনও হাড়হিম করা ভিলেন। তিনি এমরান হাশমি। ২৪ মার্চ পূর্ণ করলেন ৪৫ বছর। পর্দায় তিনি যতটা সাহসী, শোনা যায় ব্যক্তিগত জীবনে তিনি ততটাই সাধারণ থাকায় বিশ্বাসী। অনেকেই তাঁর শান্ত স্বভাবের প্রশংসা করেন। এমরান কথার মানে 'অর্জন', যা তাঁকে ভালই মানায়। ইন্ডাস্ট্রিতে প্রবেশের সময় নিজের নাম বদলে তিনি ফারহান হাশমি করেছিলেন। কিন্তু তারপরেও ফিরে যান আসল নামেই। এমরান হাশমির ডাকনামও তাঁর মতোই মিষ্টি। অভিনেতার বাবা মুসলিম ও মা ক্যাথলিক। ছোট থেকেই তাঁর ডাক নাম এমি। ২০০২-এর বিপাশা-দিনো অভিনীত 'রাজ' ছবিতে পরিচালক মহেশ ভট্টের সহকারী ছিলেন এমরান। এরপর ওই ফ্র্যাঞ্চাইজিরই পরের দু'টো ছবির তিনই ছিলেন নায়ক। শোনা যায়, এমরান হাশমি একেবারেই 'ওল্ড স্কুল'। বিয়ের আগে ৬ বছর ধরে চিনতেন পরবীন সাহানিকে, যাঁকে বিয়ে করেন তিনি। এমরানের সন্তান ক্যান্সার আক্রান্ত। এই কঠিন সময় শক্ত স্তম্ভের মতো পরিবারের পাশে থেকেছেন তিনি। বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নিজের অভিনীত যে কোনও ছবির গান নিয়ে খুবই খুঁতখুঁতে এমরান। অনেক সময়েই এমন হয়েছে যে ছবির থেকে গানগুলি অনেক ব্যবসা করেছে। এমরান হাশমির কথা এলে পর্দায় চুম্বনদৃশ্যের প্রসঙ্গ হাতে হাত ধরে আসে। তবে সেই নিয়ে খোলামেলা আলোচনা করতেও পিছপা হন না অভিনেতা। এমরান হাশমি নাকি 'সোশ্যালাইজিং' একেবারেই পছন্দ করেন না। এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বলিউড পার্টিতে যেতে পছন্দ করেন না।