৯০-এর দশক থেকে এখনও পর্যন্ত.. ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ সবাই। রানি মুখোপাধ্যায়। আজ ৪৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। তবে রানিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি? নিজের কেরিয়ারের শুরুর ছবিটা এই বাংলাতেই করেছিলেন রানি মুখোপাধ্যায়। সেটি ছিল 'বিয়ের ফুল' রানির প্রথম নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'বিয়ের ফুল' ছবিটি বেশ হিট হয়েছিল এরপরে, বলিউডে একের পর এক হিট ছবি জড়ো হয় তাঁর ঝুলিতে। অন্যতম প্রিয় হয়ে ওঠেন রানি। একাধিক অভিনেতার সঙ্গে জুটি, তবে শাহরুখ খান ও রানির জুটি চিরকালীনই জনপ্রিয়। তবে জানেন কি, অভিনেত্রী নয়, কেরিয়ারের শুরু দিকে রানি হতে চেয়েছিলেন একজন ইন্টিরিয়ার ডিজাইনার। অভিনয়ের পাশাপাশি, রানি একজন দক্ষ নৃত্যশিল্পী। এক দশকেরও বেশি সময় ধরে নাচ শিখেছেন তিনি। বিয়ের আগে পর্যন্ত আদিত্য চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন রানি মুখোপাধ্যায় ইতালিতে খুব ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের নিয়ে বিয়ে করেছিলেন রানি।