হাজির বিশাল চকোলেট কেক। সাংবাদিকদের সঙ্গেই বান্দ্রায় ৫৯তম জন্মদিন পালন করলেন অভিনেতা পরিচালক আমির খান। সঙ্গী হলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, আমিরের এই জন্মদিন উদযাপনের ছবি। কিরণের সঙ্গে আমিরের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাঁদের মধ্যে অটুট রয়েছে বন্ধু। কিরণের নতুন ছবি 'লাপতা লেডিজ়'-এর প্রচারে সবসময় পাশে ছিলেন আমির। তাঁর প্রযোজনা সংস্থার ছবি এটি। জন্মদিন উদযাপনেও কিরণকেও দেখা গেল আমিরের পাশে। কেকের প্রথম টুকরোটা কিরণের মুখেই তুলে দিলেন আমির। ক্যামেরাবন্দি হল সেই দৃশ্যও। সদ্য, তাঁর ও আমিরের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন কিরণ রাও। নিজেদের সম্পর্ক নিয়ে কিরণ বলেছিলেন, 'অনেকেই ভাবেন, আমির আর আমার সম্পর্ক 'লগান' থেকে শুরু। তবে এটা সম্পূর্ণ মিথ্যে।' ''স্বদেশ'-এ কাজ করার সময় আমির আর আমার সম্পর্ক তৈরি হয়। ও সেই সময়ে 'মঙ্গল পাণ্ডে'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিল।' 'আমরা একসঙ্গে কিছু বিজ্ঞাপনীর কাজ করেছিলাম, আর সেই থেকেই আবার আমাদের দেখা, কথাবার্তা শুরু হয়।' 'অনেকেই মনে করেছিলেন, আমিই রিনা আর আমিরের বিচ্ছেদের কারণ। কিন্তু সেই কথা সত্যি নয়।'