তাঁর ফিটনেস ঈর্ষণীয়। আলিয়া ভট্টের ডায়েট, ফিটনেস রুটিনের দিকে নজর থাকে গোটা দেশেরই।

তবে জানেন কি? আলিয়ার ভীষণ প্রিয় বাঙালি থেকে শুরু করে বিদেশি একাধিক মিষ্টি পদ!

আলিয়ার প্রিয় হল লন্ডনের বিশেষ একটি ক্যাফের মিল্ককেক। এটি পেলে আলিয়া খেয়ে নেন একাই!

অন্তঃসত্বা থাকাকালীন আলিয়ার প্রিয় ছিল বাঙালি এক মিষ্টি। নলেন গুড়ের সন্দেশ

তবে মিষ্টিপ্রেমী হলেও, রোজকার জীবনে আলিয়া বেশ কড়া ডায়েট মেনেই চলেন।

এক গ্লাস গরম জলে লেবুর রস দিয়ে সেটা খেয়ে দিন শুরু করেন আলিয়া

আলিয়ার ডায়েট ফুডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল টক দই ও বিটরুট সালার্ড।

চিনি সহ যে কোনও মিষ্টিজাতীয় জিনিসকে রোজের ডায়েট থেকে এক্কেবারে দূরে রাখেন আলিয়া।


ওজন কমানোর জন্য আলিয়ার ভরসা কার্ডিও ও যোগা। রোজ জিমে কসরত করেন তিনি।


তবে সাধারণ মানুষের মতো, বিশেষ দিনে ডায়েট ভোলেন আলিয়া ভট্টও।