জিতুর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক মাস হয়, এরমধ্যেই বিয়ের পিঁড়িতে নবনীতা সরকার!



সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নবনীতা। সবকটাই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের।



ব্যাপারটা কী? সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী নবনীতা দাস?



নবনীতা বিয়ের পিঁড়িতে বসেছেন বটে, তবে বাস্তবে নয়, ধারাবাহিকের পর্দায়।



ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'-তে আপাতত পারোর ভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে।



সেই পারোর বিয়ে উপলক্ষ্যেই নবনীতার এই বেশভূষা। গোটাটাই হয়েছে শ্যুটিংয়ে।



সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন নবনীতা। অনুরাগীরাও মুগ্ধ তাঁর ছবি দেখে।



বিয়ের ফুল ধারাবাহিক শেষ হওয়ার পরে, জি বাংলায় এই ধারাবাহিকের আসেন নবনীতা। তবে মাঝপথে।



জিতুর সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরও প্রথম প্রকাশ্যে এনেছিলেন নবনীতাই। মুখ খোলেননি জিতু



আপাতত জিতু ও নবনীতা দুজনেই ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে