কে বলবে তাঁর বয়স ৬০ পেরিয়েছে! এখনও ২০-র নায়কদের মতোই ফিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কোন মন্ত্রে তাঁর এই ফিটনেস, রোজকার খাবারে কী থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? টলিউডের 'বুম্বাদা'-র ডায়েট নিয়ে একাধিকবার মুখ খুলেছেন একাধিক তারকারাই। সোহম একবার এবিপি লাইভকে জানিয়েছিলেন, প্রসেনজিৎ নাকি শুধু টক দই আর শশা খেয়ে থাকেন। সদ্য ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, খুবই কড়া ডায়েটে থাকেন প্রসেনজিৎ। ঋতুপর্ণার কথায়, 'সারা দিনে অনেক সময়ে একটা গাজর বা একটা পেঁপে খেয়ে কাটান প্রসেনজিৎ'। ঋতুপর্ণা আরও জানান, মাঝেমধ্যেই নাকি কড়া ডায়েটের কারণে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি থাকতে হয় প্রসেনজিৎকে! প্রসেনজিতের কথায়, 'আমায় বিভিন্ন সিনেমার কারণে বিভিন্ন লুকে আসতে হয়, তাই কড়া ডায়েট' সাধারণত, এক্কেবারে তেল মশলা ছাড়া খাবার খুবই অল্প পরিমাণে খান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ জোর দেন ফল সবজির মতো সহজপাচ্য খাবারে