অভিনয়ে তাঁর ধারেকাছে পৌঁছনোর ক্ষমতা নেই অনেকেরই

জীবনে লড়াই করেছেন যেমন, তেমন সাফল্যও পেয়েছেন

কিন্তু অর্থের লোভ নেই একেবারেই, খোলসা করলেন মনোজ বাজপেয়ী

চিকিৎসা এবং জীবনধারনের টাকাই যথেষ্ট, বেশি লোভ ভাল নয় বলে মত মনোজের

'ব্যান্ডিট কুইন'-এ অভিনয় করে ৫০০০০ টাকা পেয়েছিলেন

এর পর একধাপে ১ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়ে যান

কিন্তু টাকাকে কখনও নিজের প্যাশনের ঊর্ধ্বে রাখেননি মনোজ

টাকা রোজগার জীবনের লক্ষ্য হলে, বেশিদূর এগনো সম্ভব নয় বলে মানেন

মনপ্রাণ দিয়ে নিজের কাজটুকু করে গেলে অভাব হবে না

এমনটাই মনে করেন অভিনেতা, জানালেন, ধনকুবের হতে চান না