হিসেব বলছে নয় নয় করে ৫০টি বসন্ত পার করে ফেলেছেন কিন্তু Cannes-এর রেড কার্পেটে বয়সকে হার মানালেন তিনি ১৭ বছর পর Cannes-এ প্রত্যাবর্তন প্রীতি জিন্টার এখনও পর্যন্ত দুই পোশাকে Cannes-এ দেখা গিয়েছে প্রীতিকে ব্লাশ পিঙ্ক, শিমারি শাড়িতে মধ্যমণি হয়ে ওঠেন বলিউডের প্রীতি আর মুক্তো-সাদা, ঝকঝকে গাউন পরে যখন পা রাখেন রেড কার্পেটে প্রীতিকে দেখে নজর ফেরাতে পারেনননি অনেকেই ফ্রেঞ্চ রিভারিয়ার সামনে তোলা ছবিতে সমুদ্র কার্যতই ম্লান হয়ে গিয়েছে এত বছর পর 'প্রিটি উওম্যান'কে এভাবে দেখে আপ্লুত তাঁর অনুরাগীরাও সিলভার স্ক্রিনেও প্রীতির প্রত্যাবর্তন চাইছেন তাঁর অনুরাগীরা