কেবল ছবিতে অভিনয় করাই নয়, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছবির প্রচারও। জাহ্নবী কপূরের আগামী ছবি ক্রিকেট নিয়ে, আর তাই, প্রচারের জন্য অভিনব পন্থা নিয়েছেন জাহ্নবী। এর আগে, ক্রিকেটের লাল বলের আদলে একটি পোশাক পরে প্রচারে এসেছিলেন জাহ্নবী। আর এবার জাহ্নবীর হাতে দেখা গেল ক্রিকেট বলের আকৃতির বিশেষ ধরণের ব্যাগ! ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাগের বৈচিত্র নতুন নয়। বিভিন্ন জিনিসকে ক্লাচ হিসেবে ব্যবহার করেছেন অনেকেই। সদ্য মেট গালার রেড কার্পেটে ভাইরাল হয়েছিল স্বচ্ছ বরফের তৈরি ক্লাচ। আর এবার জাহ্নবীর হাতে দেখা গেল ক্রিকেট বলের আকারে পাথর বসানো ঝলমলে ব্যাগ। সাদার ওপর ভারি ফুলেল কাজের মানাসই শাড়ি পরেছিলেন জাহ্নবী। খোলা চুলে, ট্রান্সপারেন্ট সিক্যুইন শাড়িতে নজর কাড়লেন 'মিসেস মাহি' এই ছবিতে জাহ্ণবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।