তিনি 'ফিটনেস ফ্রিক', ৪০ পেরিয়েও তিনি নজরকাড়া তন্বী, চ্যালেঞ্জ করতে পারেন যে কোনও বর্তমান প্রজন্মের নায়িকাকেও। দুই সন্তান ও স্বামী নিয়ে সংসার শিল্পা শেট্টির। অভিনয়ের পাশাপাশি, নিয়মিত শরীরচর্চাও করেন শিল্পা। সদ্য মা ও বোনকে নিয়ে বৈষ্ণোদেবীর মন্দির দর্শনে গিয়েছিলেন শিল্পা, আর সেই মন্দিরে যেতে গিয়েই বিপত্তি! বৈষ্ণোদেবীর মন্দিরে বিভিন্নভাবেই যাওয়া যায়, তবে শিল্পা ঘোড়ার পিঠে চেপেই পৌঁছেছিলেন মন্দিরে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হলেন শিল্পা। ঘোড়ার পিঠে চড়ে সফর করছিলেন অভিনেত্রী আর সেই ছবি দেখেই চটেছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে, শিল্পা যখন এত ফিট, তখন তাঁর হেঁটেই বৈষ্ণোদেবীতে যাওয়া উচিত ছিল। অনেকে আবার বলেছেন, 'এ তো পশু নির্যাতনের ঘটনা'। এই বলেই কটাক্ষ করেছেন অনেকেই। তবে এই সমস্ত কটাক্ষের কোনও উত্তর আসেনি।