মেয়ে থেকে মা হয়ে ওঠা, মাদার্স ডে-তে একগুচ্ছ ছবি পোস্ট করে নিলেন নুসরত জাহান



আর এই প্রথম, জন্মের ৩ বছর পরে যশ ও তাঁর সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান।



সোশ্যাল মিডিয়ায় আজ প্রথম, জন্মের ৩ বছর পরে একরত্তি ঈশানের ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত।



এর আগে একবার ঈশানের ছবি পোস্ট করেও তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছিলেন নুসরত



আজ সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের সঙ্গে কেক হাতে ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত।



গোলাপি পোশাকে একসঙ্গে গোলাপি কেক কেটেছেন মা ও মেয়ে।



এই কেক দেখে অভিনেত্রী তনুশ্রীর মন্তব্য, নুসরত সত্যিই সেরা মা।



আর এই প্রথম, ছেলে ঈশানের মুখ প্রকাশ্যে আনলেন নুসরত জাহান।



নুসরত ঈশানের ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।



নেটিজেনদের মত, ঈশানকে একেবারেই বাবা যশের মতো দেখতে হয়েছে। মিল নেই নুসরতের সঙ্গে।