বিবাহিত জীবনে ছেদ পড়েছে বহুদিনই। কিন্তু ছেলে আরহানের জন্য 'কো-পেরেন্টিং' করতে দেখা গেছে মালাইকা অরোরাকে। মায়ের শোতেও আসতে দেখা গেছে আরহানকে। এবার মাতৃদিবস উপলক্ষ্যে এক 'আজব' পোস্ট করতে দেখা গেল তাঁকে। কী লিখলেন? মায়ের সঙ্গে হোয়াটস্যাপে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন তারকা সন্তান। যা দেখে হাসির রোল নেটপাড়ায়। প্রথমেই মালাইকাকে 'মাদার্স ডে'র শুভেচ্ছা জানান তিনি। ধন্যবাদ জানিয়েই অভিনেত্রীর প্রশ্ন, মায়ের জন্য কী উপহার আনছে ছেলে? এখানেই শুরু মজার! উপহারের প্রশ্নে আরহানের সপাট জবাব, 'আমি তোমার জামাকাপড় বিক্রি করে দিয়েছি'। ভালবাসাও জানায় ছেলে। তবে এমন মন্তব্যে খানিক অবাক হয়েই স্বমহিমায় মালাইকা। বলে ওঠেন, 'ওই টাকা দিয়ে আমাকে কিছু কিনে দাও তাহলে'। ঠিক একই সময়ে ছেলেরও পরের মেসেজ। 'তোমার জামাকাপড় বিক্রি করে যে টাকা পেয়েছি ওই দিয়ে কিছু কিনে দেব তোমাকে'। মা-ছেলের রসবোধ যে একই পর্যায়ে তা বলাই বাহুল্য। 'গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক' অর্থাৎ 'বুদ্ধিমানেরা একই জিনিস ভাবে', লিখে হেসে কুটোপাটি আরহান। সাধারণ মানুষের সঙ্গে এই কথোপকথন ভাগ করার পাশাপাশি একটি ছোটবেলার ছবিও পোস্ট করেন তিনি। মায়ের কোলে পুচকে আরহান। মালাইকা অরোরা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান খান। ২০০২ সালে তাঁর জন্ম। ২০১৭ সালে আইনি বিচ্ছেদ মালাইকা ও আরবাজের।