প্রত্যেক বছরের মতো, এবারেও অনিকেতের কাকিমার উদ্যোগে জোড়াবাড়িতে পালন হয় রবীন্দ্রজয়ন্তীর উৎসব।



চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অংশগ্রহণ করে শ্যামলী। মুখ্যভূমিকায় নাচ করে সে।



অনিকেত রোহিনী ও প্রিয়াঞ্জলীও এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করে। শ্যামলীর নাচ দেখে মুগ্ধ সবাই।



শ্যামলী অনিকেত সহ পরিবারের অন্যান্য সদস্যরাও গান ও কবিতা পরিবেশন করেন।



এই অনুষ্ঠানের সৌজন্যেই আবার কাছাকাছি আসে শ্যামলী আর অনিকেত।



অপরাজিতা সিদ্ধান্ত নেয় তিস্তার সঙ্গে অনিকেতের বিয়ে দেওয়ার। তবে তিস্তার আসল পরিচয় জানে না কেউই।



রবীন্দ্রজয়ন্তীর বিশেষ পর্বে আরও অনেক চমক রয়েছে দর্শকদের জন্য, মন ভরবে নাচ-গান দেখেও।



এই গল্পের পাশাপাশি রয়েছে ডিভোর্স দেওয়া নিয়ে অনিমেষের টানাপোড়েনও।