৪২ বছরেও ফিট প্রিয়ঙ্কা চোপড়া! কোন ডায়েট মেনে চলেন তিনি?
প্রিয়ঙ্কা চোপড়া রোজ সকালে অমলেট আর অ্যাভোগার্ডো টোস্ট খান।
ভারতীয় কিছু খাবার ইচ্ছা হলে ইডলি, ধোসা বা পোহা খেতে পছন্দ করেন প্রিয়ঙ্কা।
ভারতে আসলে প্রিয়ঙ্কার অন্যতম প্রিয় খাবার বাড়িতে বানানো পরোটা। এটা তাঁর চাইই চাই।
দুপুরের খাবারে এক্কেবারে ভারতীয় মেনুই পছন্দ করেন প্রিয়ঙ্কা। তাঁর প্লেটে থাকে রাগী দিয়ে তৈরি রুটি।
রাগী রুটির সঙ্গে প্রিয়ঙ্কা পছন্দ করেন ভারতীয় পদ্ধতিতে রান্না করা সবজি। ঢেঁড়শ ও আলু তাঁর পছন্দের সবজি।
স্বাদ বদলে কখনও প্রিয়ঙ্কা খান এক বাটি তাজা সালার্ড সঙ্গে রোস্ট করা মাছ বা মাংস।
কাজে ব্যস্ত থাকলে বাড়িতে বানানো সবজির সালার্ড বা বিভিন্ন শস্যের মিশেল খেয়ে থাকেন প্রিয়ঙ্কা।
বিকেলের দিকে খিদে পেলে ড্রাই ফুডস বা ফল খান প্রিয়ঙ্কা।
রাতে ভারি খাবার না খেয়ে প্রিয়ঙ্কা পছন্দ করেন এক বাটি স্যুপ খেতে।