১৯৮৩ সালে হংকং-এ জন্মগ্রহণ করেন ক্যাটরিনা কইফ।



চিন, জাপান, স্যুইটজারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম, ছোটবেলা থেকেই এই সমস্ত দেশে ঘুরে বেরিয়েছেন ক্যাটরিনা।



পরিবার বারে বারে এক দেশ থেকে অন্য দেশে যেতেন বলে প্রথাগত স্কুল করা হয়নি ক্যাটরিনার।



বারে বারে বিভিন্ন দেশে ঘুরেই স্কুলজীবন শেষ করেন ক্যাটরিনা।



১৪ বছর বয়সে মায়ের সঙ্গে ইংল্যান্ড চলে আসেন ক্যাটরিনা, সেখানেই থিতু হন।



এরপরে লন্ডনে ইঞ্জিনিয়ারিং পড়তে যান ক্যাটরিনা, তবে শেষ করতে পারেননি পড়া।



ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই মডেলিং ও আভিনয়ের প্রতি আকৃষ্ট হন ক্যাটরিনা।



এরপর অভিনয় দুনিয়ায় একজন নৃত্যশিল্পী হিসেবে প্রথমে পা রেখেছিলেন ক্যাটরিনা।



বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচ করে নজর কেড়েছেন ক্যাটরিনা।



বর্তমানে ক্যাটরিনা অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করছেন