তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। কিন্তু কোন ম্যাজিকে এত ফিট সানায়া?



সানায়া পছন্দ করেন বাড়ির তৈরি খাবার। সেটেও তিনি খাবার নিয়ে যান।



সানায়ার পছন্দের খাবার, ডাল, ভাত, ঘি ও বাড়িতে তৈরি খিচুড়ি



সানায়া মলহোত্র মিষ্টি ভালবাসেন। তবে তিনি এমন মিষ্টি খান যা শরীরের ক্ষতি করে না।



সানায়া আখের রস ও জাগেরি খান স্ন্যাক্সস হিসেবে।



পাস্তা রান্না করতে ভালবাসেন সানায়া। বিভিন্ন স্বাদের পাস্তাও খান তিনি তবে পরিমাণ মেপে।



রোজ সানায়ার কফি চাইই চাই। তবে কফিতে তিনি বাদ দেন চিনি।



নিয়মিত শরীরচর্চা করেন সানায়া, বাদ যায় না একদিনও।



সানায়া যাই খাবার খান না কেন, তার পরিমাণ মেপে অল্প করে খান।