বহু প্রতীক্ষিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলার মুক্তি পেল আজ। ছবি ঘোষণার সময় থেকেই নজর কেড়েছিল দর্শকের।
ABP Ananda

বহু প্রতীক্ষিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলার মুক্তি পেল আজ। ছবি ঘোষণার সময় থেকেই নজর কেড়েছিল দর্শকের।



এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলার অবশেষে আজ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি।
ABP Ananda

এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলার অবশেষে আজ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি।



ভরপুর অ্যাকশন, মারপিট, গুলিবর্ষণ, খুন, জখম, সেই সঙ্গে মজা, ঠাট্টা, রসবোধ - 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলারে মিলল এমনই ঝলক।
ABP Ananda

ভরপুর অ্যাকশন, মারপিট, গুলিবর্ষণ, খুন, জখম, সেই সঙ্গে মজা, ঠাট্টা, রসবোধ - 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলারে মিলল এমনই ঝলক।



ট্রেলারে অক্ষয় ও টাইগারের চরিত্রের ঝলক মেলে। তাঁরা এমন দুই মানুষ যাঁরা যে কোনও পরিস্থিতি, যেভাবে সম্ভব, দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
ABP Ananda

ট্রেলারে অক্ষয় ও টাইগারের চরিত্রের ঝলক মেলে। তাঁরা এমন দুই মানুষ যাঁরা যে কোনও পরিস্থিতি, যেভাবে সম্ভব, দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।



ABP Ananda

বেশ কঠিন স্টান্টের ঝলক দেখা যায়, রয়েছে শিহরণ জাগানো সংলাপও। বিরোধীদের দ্বারা হাইজ্যাক হয়ে যাওয়া এক ভয়ানক অস্ত্র উদ্ধার করার মিশনে বেরিয়ে পড়ে তাঁরা।



ABP Ananda

এই মিশনে তাঁদের সঙ্গী মানুষী চিল্লর ও আলায়া এফ। ভিলেন কবীরের চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ৩ মিনিট ধরে চলা ট্রেলার বেশ আশাব্যাঞ্জক।



ABP Ananda

একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়ে দেখা যাবে এই ছবি। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।



ABP Ananda

প্রথম 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে যার পরিচালক ছিলেন ডেভিড ধবন। অভিনয় করেছিলেন গোবিন্দা ও অমিতাভ বচ্চন।



ABP Ananda

তারপর এগিয়ে এসে যদি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পা রাখা যায়, নতুন ধরনের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র ঘোষণা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে।



ABP Ananda

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অক্ষয় কুমার বলেন, 'অ্যাকশন এবং কমেডির সঙ্গে স্টান্টের মিশ্রণ, এই সিনেমাটিকে আমার হৃদয়ের কাছাকাছি করে তুলেছে।'