কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ের পরে, প্রথম দোল উদযাপন করলেন শ্রীময়ী চট্টরাজ। ঘরোয়া হোলি খেলা থেকে শুরু করে বাড়ির পুজো, শেয়ার করে নিলেন সব ছবিই। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। মার্চ মাসে সামাজিক বিয়ে করেছেন টলিপাড়ার চর্চিত এই জুটি। এবারই তাঁদের প্রথম দোল। দুই বাড়ির সঙ্গেই দোল উদযাপন করেছেন কাঞ্চন-শ্রীময়ী। শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবিও। দোলের আগের দিন, সাদা শাড়ি লাল পাড় ও ফুলের মালায় সেজেছিলেন শ্রীময়ী। খোঁপায় ফুলের মালা আবিরে রাঙা হয়ে ছবি শেয়ার করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। বাড়িতেই চলে উদযাপন। নিজেদের প্রেমের সম্পর্ককে আড়ালে রাখলেও, বিয়ের পরে উদযাপন নিয়ে কোনও রাখঢাক করেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমস্ত উদযাপনের ছবিই শেয়ার করে নেন শ্রীময়ী। কাঞ্চন অবশ্য শ্রীময়ীর সঙ্গে ফ্রেমবন্দি হলেও সোশ্যাল মিডিয়ায় ততটা ছবি শেয়ার করেন না