ABP Ananda


দিনে খান ৮ বার, তবুও কোন ম্যাজিকে এত ফিট আলিয়া ভট্ট?


ABP Ananda


আলিয়া বিশ্বাস করে বারে বারে খাওয়ায়, কিন্তু একেবার অল্প পরিমাণেই খান তিনি।


ABP Ananda


বেশিরভাগ সময়েই আলিয়ার খাবার তালিকায় থাকে ফল ও সবজি।


ABP Ananda


ডায়েটের মধ্যে হেলদি ফ্যাট সবসময় রাখেন তিনি। শরীরে ফ্যাটেরও প্রয়োজন


ABP Ananda


আলিয়া মিষ্টি ভালবাসেন। তাই লো কার্ব আর লো ফ্যাট মিষ্টি খেতে পছন্দ করেন আলিয়া


ABP Ananda


খাবারের সঙ্গে সঙ্গে আলিয়া ফল ও সবজির প্রচুর জ্যুস খান। এতে শরীর তরতাজা থাকে।


ABP Ananda


আলিয়া ভট্ট দিনে পর্যাপ্ত জল খান। এতে শরীর ও ত্বক.. দুইই হাইড্রেটেড থাকে


ABP Ananda


আলিয়া নিয়মিত ডিটক্স ওয়াটার পান করেন। এর ফলে শরীরের রক্ত শুদ্ধ হয়, পেট পরিষ্কার হয়।


ABP Ananda


আলিয়া বাইরের খাবার খান না। তিনি যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খাওয়ায় বিশ্বাসী।


ABP Ananda


আলিয়া রাতে শোওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেন