কিরণ রাওয়ের চোখে তিনি 'লাপতা লেডিজ়'-এর 'ফুল'। আসলে তিনি নিতাংশী গোয়েল। 'লাপতা লেডিজ়' সিনেমায় ফুলের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছে নিতাংশী। তবে জানেন কী নিতাংশীর বয়স এখন মাত্র ১৬ বছর। তাঁর জন্ম ২০০৭ সালে। নয়ডার একটি সাধারণ পরিবারেই জন্মগ্রহণ করেন নিতাংশী। সেখানেই পড়াশোনা। স্কুলে পড়াকালীনই লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই কনটেন্ট বানাতে শুরু করেন নিতাংশী। নিতাংশীর কনটেন্ট বেশ জনপ্রিয় হয়। আর তারপরে তিনি অডিশন দেন লাপতা লেডিজ় ছবির জন্য কনটেন্ট তৈরির জন্য ক্যামেরায় তো সাবলীল ছিলেনই সঙ্গে তাঁর অভিনয়ও পছন্দ হয়ে যায় কিরণ রাও-এর। ফুল-এর চরিত্রের জন্য যে সারল্যের প্রয়োজন ছিল, তা ১৬ বছরের নিতাংশীর মধ্যে খুঁজে পেয়েছিলেন কিরণ রাও। নিতাংশী জয় করে নেন আমির খান ও কিরণ রাওয়ের সঙ্গে বসে একটি খাওয়া দাওয়া করার সুযোগ। বর্তমানে নিতাংশীর ফলোয়ার্স ১০ মিলিয়ানেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সে। আর আজ নিতাংশী অভিনীত লাপতা লেডিজ় সামিল হল অস্কারের দৌড়ে