আলিয়া ভট্টের কম্বিনেশন স্কিন, অর্থাৎ শুষ্ক আর তেলাভাব দুইই রয়েছে তাঁর ত্বকে। কীভাবে যত্ন নেন তিনি?



আলিয়ার দিনের শুরু হয় ক্লিনজিং অর্থাৎ মুখ পরিষ্কার করা দিয়ে। তবে খুব শুষ্ক ক্লেনজ়ার ব্যবহার করেন না তিনি।



এরপরে আলিয়া মন দেন স্কিন টোনিংয়ে। এতে নরম থাকে ত্বক।



এরপরে, গোটা ত্বকে সিরাম লাগান আলিয়া, এটা শুষ্ক ত্বকের জন্য খুব ভাল।



এরপরে ময়শ্চরাইজ়ার লাগান আলিয়া, পছন্দের ফেস ময়শ্চরাইজ়ার ব্যবহার করেন আলিয়া।



বাইরে বেরনোর আগে, এমনকি ঘরে থাকলেও আলিয়া সবসময়েই সানস্ক্রিন লাগান।



মুখের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ঠোঁট, আলিয়া নিয়ম করে ঠোঁটে লিপবাম লাগান।



আলিয়ার মুখে পিম্পলের সমস্যা হয় খুব, তবে এরও সমাধান বের করেছেন আলিয়া।



পিম্পল না তুলে ফেলে, পিম্পল প্যাড ব্যবহার করেন আলিয়া। এতে অনেকটা উপহার হয়।



রোজ মেক আপ করলেও শোয়ার আগে তা সম্পূর্ণ মুছে নেন আলিয়া।