তাঁর মিষ্টি হাসি, তন্বী চেহারার কদর ছিল একসময় বিশেষ করে পুরুষদের মধ্যে সোনালি বেন্দ্রে ছিলেন 'স্বপ্নসুন্দরী' লাইমলাইটে থাকলেও এখন অভিনয় থেনে অনেক দূরে সোনালি কিন্তু অতীতের সেই দিনগুলিতে ফিরে গেলেন আরও একবার রক্ত দিয়ে চিঠি লিখে পাঠাতেন অনুরাগীরা, জানালেন নায়িকা শুধু তাই নয়, এক অনুরাগী নাকি সোনালির দেখা না পেয়ে আত্মঘাতীও হন! ভোপাল গিয়েছিলেন সোনালি, সেখানে তাঁকে দেখতে ভিড় জমে কিন্তু হাজার চেষ্টা করেও সোনালির দেখা না পেয়ে আত্মঘাতী হন ওই যুবক জানতে পেরেই আঁতকে উঠলেন নায়িকা, কী করে সম্ভব! বিশ্বাসই করতে পারলেন না উন্মাদনা দেখে একসময় তিনিও উদ্বেগে ভুগতেন বলে জানালেন