বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত তাঁর স্ত্রী তাঁর সঙ্গে ঘর বেঁধেই একসময় সিনেমা ছাড়েন মাধুরী কিন্তু নায়িকার স্বামী শ্রী রাম নেনে কী বলছেন! মাধুরীর সঙ্গে দাম্পত্যজীবন কেমন, বিয়ে হয় কীভাবে জানালেন রাম জানিয়েছেন, ভারতীয় হলেও তাঁদের সংস্কৃতি ছিল আলাদা বিদেশে সবকিছুর স্বাধীনতা ছিল, ভারতে এখন সামলে চলতে হয় এমনকি মাধুরী সম্পর্কে সেভাবে অবগত ছিলেন না বলেও জানান রাম রাম জানিয়েছেন, মাধুরীর অতীত নিয়ে কিছু জানতেন না তিনি মাধুরীও তাঁর ব্যাপারে অবগত ছিলেন না একেবারেই তাই পরস্পরকে চিনতে, বুঝতে সময় নেন তাঁরা