ABP Ananda


অভিনয়ে তিনি দক্ষ, খুব অল্প বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল আলিয়া ভট্টের


ABP Ananda


মুম্বইতেই জন্ম আলিয়ার, তবে কতদূর পড়াশোনা করেছেন আলিয়া ভট্ট?


ABP Ananda


Jamnabai Narsee School থেকে প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন শেষ করেন আলিয়া ভট্ট


ABP Ananda


দশম শ্রেণীতে আলিয়া স্কুলে ৭১ শতাংশ নম্বর পেয়েছিলেন ফাইনাল পরীক্ষায়।


ABP Ananda


তবে স্কুল শেষ করে আর পড়াশোনা করতে চাননি আলিয়া।


ABP Ananda


ছোটবেলা থেকেই তিনি অভিনয় করতে চেয়েছিলেন, তাই তিনি সেদিকেই ঝুঁকেছিলেন।


ABP Ananda


আলিয়া ১৭ বছর বয়সে প্রথমবার সিনেমার পর্দায় পা রাখেন। কর্ণ জোহরের ছবিতে


ABP Ananda


'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছিল আলিয়ার করা প্রথম ছবি। তারপরে আর ঘুরে তাকাতে হয়নি আলিয়াকে।


ABP Ananda


কাজেই তাঁর পড়াশোনার ইতি হয়ে গিয়েছে স্কুল থেকেই। তারপরে আর তাঁর পড়াশোনা করা হয়নি।



১৭ বছর বয়স থেকেই একের পর ছবিতে অভিনয় করে আলিয়া এখন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়িকা।