অভিনয়ে তিনি দক্ষ, খুব অল্প বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল আলিয়া ভট্টের



মুম্বইতেই জন্ম আলিয়ার, তবে কতদূর পড়াশোনা করেছেন আলিয়া ভট্ট?



Jamnabai Narsee School থেকে প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন শেষ করেন আলিয়া ভট্ট



দশম শ্রেণীতে আলিয়া স্কুলে ৭১ শতাংশ নম্বর পেয়েছিলেন ফাইনাল পরীক্ষায়।



তবে স্কুল শেষ করে আর পড়াশোনা করতে চাননি আলিয়া।



ছোটবেলা থেকেই তিনি অভিনয় করতে চেয়েছিলেন, তাই তিনি সেদিকেই ঝুঁকেছিলেন।



আলিয়া ১৭ বছর বয়সে প্রথমবার সিনেমার পর্দায় পা রাখেন। কর্ণ জোহরের ছবিতে



'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছিল আলিয়ার করা প্রথম ছবি। তারপরে আর ঘুরে তাকাতে হয়নি আলিয়াকে।



কাজেই তাঁর পড়াশোনার ইতি হয়ে গিয়েছে স্কুল থেকেই। তারপরে আর তাঁর পড়াশোনা করা হয়নি।



১৭ বছর বয়স থেকেই একের পর ছবিতে অভিনয় করে আলিয়া এখন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়িকা।