অভিনয়ে তিনি দক্ষ, বছরের পর বছর ধরে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধারার চরিত্রদের।



কিন্তু রান্নায় কতটা দক্ষ কোয়েল মল্লিক? সদ্য ফাঁস হল সেই কথা।



সেলিব্রিটি টক শো 'অপুর সংসার'-এর একটি এপিসোডে এসে কোয়েলের রান্নার অজানা গল্প বলেন রঞ্জিত মল্লিক।



কোয়েলের সেই সময়ে স্কুলে সাবজেস্ট হিসেবে ছিল নিউট্রেশন। সেখানে রান্না করতে হত।



কোয়েল পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে তাড়াহুড়ো করে মায়ের থেকে জেনে নেন রান্নার রেসিপি।



যথারীতি সেই রেসিপি তিনি ভুলে যান পরীক্ষা হলে। রান্না করেন সেভাবেই।



পরীক্ষা শেষ হওয়ার পরে রান্নার ডিশ পরীক্ষা করে দেখতে গিয়ে ফাঁপরে পড়েন শিক্ষিকা।



কোয়েল এমনই রান্না করেছিলেন যা মুখে তোলারই অযোগ্য।



কোয়েলকে শিক্ষিকা বলেন, এই রান্না কোয়েল নিজে অন্তত ২ চামচ খেলেও তিনি তাকে পাশ করিয়ে দেবেন।



যথারীতি নিজের রান্না নিজেই খেতে পারেননি কোয়েল।



মেয়ের এই গল্প বাবা ফাঁস করে দেওয়ায় বেশ অপ্রস্তুত হন কোয়েল নিজেই।