দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠান দেখতে হঠাৎ বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন



আর সেখানে গিয়ে তিনি সেরে ফেললেন দীপিকা প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনও।



তবে দিলজিৎ-এর অনুষ্ঠানে পৌঁছতে গিয়ে নাকি রীতিমতো কাঠ খড় পোহাতে হয়েছে দীপিকাকে!



দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠান মানেই তো উন্মত্ত অনুরাগীদের ভিড়। সেখানে সামিল হয়েছিলেন দীপিকাও।



কিন্তু পথে যেতে যেতেই প্রচন্ড ট্রাফিক জ্যাম পান দীপিকা ও তাঁর বন্ধুরা।



জ্যামে অপেক্ষা করতে হলে কনসার্টই শেষ হয়ে যেত দিলজিৎ দোসঞ্জের।



উপায় না দেখে রাস্তাতেই নেমে পড়েন দীপিকা ও তার বন্ধুরা। পায়ে হেঁটে পৌঁছন কনসার্টে।



দীপিকাকে দেখে তাঁকে মঞ্চে ডেকে নিয়েছিলেন দিলজিৎ



কন্যাসন্তান জন্মানোর পরে এই প্রথম ক্যামেরার সামনে এলেন দীপিকা