১৫ ডিসেম্বর প্রয়াত হয়েছেন উস্তাদ জাকির হোসেন
ভারতীয় তবলায় মায়েস্ত্রো বলা হয় জাকির হোসেনকে
কিন্তু জাকির হোসেনের মা নাকি চাননি যে তাঁর ছেলে তবলাবাদক হোক
ছেলের তবলা বাজিয়ে আয় দেখেই এমনটা ভেবেছিলেন কিংবদন্তির মা
প্রথম শো থেকে মাত্র ৫ টাকা আয় হয়েছিল জাকির হোসেনের
যা দেখেই জাকির হোসেনের মা তাঁকে তবলা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন
যদিও শেষ দিন পর্যন্ত একটি ইভেন্টের জন্য ৫-৮ লক্ষ টাকা নিতেন জাকির হোসেন
সূত্র বলছে, প্রয়াত তবলাবাদকের সম্পত্তির পরিমাণ ৮.৪৮ কোটি টাকা
পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সহ আরও নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন জাকির হোসেন