বিরল স্নায়ুরোগে আক্রান্ত ভারতের তারকা গায়িকা অলকা ইয়াগনিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শ্রবণশক্তি হ্রাসের কথা। তিনি জানান যে চিকিৎসকেদের দাবি, ভাইরাল অ্যাটাকের জন্যই এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতির সঙ্গে 'মানিয়ে নেওয়া'র চেষ্টায় তিনি। এই কারণেই হঠাৎ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অলকা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পোস্টে। তিনি পোস্টে সকল অনুরাগীকে তীব্র আওয়াজ, চিৎকার এবং হেডফোনের প্রবল শব্দ থেকে নিজেদের দূরে থাকতে অনুরোধ করেছেন। সংবেদনশীল শ্রবণশক্তি হ্রাস কী? এটি এমন একটি পরিস্থিতি যেখানে অন্তঃকর্ণের স্নায়ুতন্তু নষ্ট হয়। বলা যায় যে স্নায়ুর সঙ্গে কান ও মস্তিষ্ক সংযুক্ত তা খারাপ হয়ে যাওয়ায় শ্রবণশক্তি হ্রাস পায়। কানে শুনতে না পাওয়া, কানে ঝনঝনে শব্দ হওয়া, শিশু অবস্থায় কথা বলতে দেরি হওয়া, ইত্যাদি এই অবস্থার কিছু সাধারণ উপসর্গ। প্রচণ্ড জোরে আওয়াজ কানে চাপা লাগে, এই রোগাক্রান্তরা নেপথ্য আওয়াজের থেকে কথা আলাদা করতে পারেন না। এই রোগ অনেক ক্ষেত্রে জিনগতও হয়। এমন হলে তৎক্ষণাৎ চিকিৎসকের সাহায্য নেওয়া প্রয়োজন। এই রোগের ক্ষেত্রে হিয়ারিং এইড বা অন্যান্য সাহায্যকারী ডিভাইস ব্যবহার করা যেতে পারে। তবে সর্বাগ্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।