মেক আপ করতে ভালবাসেন না, তবু চাই ঝলমলে লুক? দেখে নিন জাহ্নবী কপূরের এই টিপস। নায়িকা হলেও, অনেক সময় মেক আপ না করেই বেরনো পছন্দ করে জাহ্নবী কপূর। সকালে খুব সহজ কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই নিজের ত্বকের যত্ন নেন জাহ্নবী। প্রথমেই পরিষ্কার জলে নিজের মুখ ধুয়ে নেন জাহ্নবী কপূর। কোনও সাবান ব্যবহার করেন না। এরপরে মুখ মুছে কয়েক মিনিট স্টিম নিয়ে নেন জাহ্নবী। এতে ত্বকের রোমকূপ খুলে যায়। এরপরে দই, মধু আর যে কোনও একটি ফল দিয়ে ফেসপ্যাক বানিয়ে নেন জাহ্নবী। এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে তার ওপর কমলালেবু ঘষে নেন জাহ্নবী। এতে পরিষ্কার হয় ত্বকের মৃতকোষ। এরপরে মুখ পরিষ্কার করে চোখের নীচে কিছুটা আমন্ড অয়েল লাগিয়ে নেন জাহ্নবী, এতে ত্বক আরাম পায়। শেষে মুখে জাহ্নবী মাখেন পছন্দের সানস্কিন। এতে রোদ থেকে ত্বকের ক্ষতি রোধ করা যায়। ঠোঁট যাতে নরম দেখায়, সেই কারণে বেরনোর আগে লিপবাম লাগিয়ে নেন জাহ্নবী