ABP Ananda


ঘুরতে গিয়ে চাই দেব-রুক্মিণীর মতোই ঝলমলে ফটো? মাথায় রাখবেন কী কী টিপস?


ABP Ananda


প্রথমেই খুঁজে বের করুন, কোন অ্যাঙ্গেল থেকে আপনার সেরা ছবি ওঠে। সেভাবেই ছবি তোলার চেষ্টা করুন।


ABP Ananda


নিজের সেরা অ্যাঙ্গেল বুঝতে না পারলে আয়নায় দেখে ঠিক করতে পারেন, এতে সাহায্য হবে


ABP Ananda


একেবারে সাধারণ ভাবে নয়, সঠিকভাবে দাঁড়ানোটা ছবি তোলার ক্ষেত্রে ভীষণ জরুরি।


ABP Ananda


ছবি তোলার সময় সবসময় মাথায় রাখুন ছবির ব্যাকগ্রাউন্ড।


ABP Ananda


যতটা সম্ভব সূর্যালোকে ছবি তোলার চেষ্টা করুন। তবে খুব কড়া সূর্যালোক আবার ছবি নষ্ট করে দিতে পারে।


ABP Ananda


সাধারণত আপনি যেভাবে হাসেন, ঠোঁটে সেভাবেই হাসি রাখুন ছবিতে। বেশি বা কম নয়।


ABP Ananda


ছবি তোলার ক্ষেত্রে পোশাক নির্বাচন কিন্তু খুব জরুরি। পোশাক নির্বাচনের ভুলে আপনাকে মোটা বা রোগা লাগতে পারে।


ABP Ananda


হাতে বা চোখে থাক চশমা বা সানগ্লাস বা টুপি.. এতে ছবি অন্য মাত্রা পাবে।


ABP Ananda


ক্যামেরার লেন্সের সোজাসুজি রাখুন চিবুক। নীচে বা ওপরে নয়।