ঘুরতে গিয়ে চাই দেব-রুক্মিণীর মতোই ঝলমলে ফটো? মাথায় রাখবেন কী কী টিপস?



প্রথমেই খুঁজে বের করুন, কোন অ্যাঙ্গেল থেকে আপনার সেরা ছবি ওঠে। সেভাবেই ছবি তোলার চেষ্টা করুন।



নিজের সেরা অ্যাঙ্গেল বুঝতে না পারলে আয়নায় দেখে ঠিক করতে পারেন, এতে সাহায্য হবে



একেবারে সাধারণ ভাবে নয়, সঠিকভাবে দাঁড়ানোটা ছবি তোলার ক্ষেত্রে ভীষণ জরুরি।



ছবি তোলার সময় সবসময় মাথায় রাখুন ছবির ব্যাকগ্রাউন্ড।



যতটা সম্ভব সূর্যালোকে ছবি তোলার চেষ্টা করুন। তবে খুব কড়া সূর্যালোক আবার ছবি নষ্ট করে দিতে পারে।



সাধারণত আপনি যেভাবে হাসেন, ঠোঁটে সেভাবেই হাসি রাখুন ছবিতে। বেশি বা কম নয়।



ছবি তোলার ক্ষেত্রে পোশাক নির্বাচন কিন্তু খুব জরুরি। পোশাক নির্বাচনের ভুলে আপনাকে মোটা বা রোগা লাগতে পারে।



হাতে বা চোখে থাক চশমা বা সানগ্লাস বা টুপি.. এতে ছবি অন্য মাত্রা পাবে।



ক্যামেরার লেন্সের সোজাসুজি রাখুন চিবুক। নীচে বা ওপরে নয়।