ইতিমধ্যে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি, এবার ওটিটি প্ল্যাটফর্মে পা দিলেন অনন্যা পাণ্ডে। আজ কর্ণ জোহর পোস্ট করলেন অনন্যার নতুন ওয়েব সিরিজের পোস্টার। নাম, 'কল মি বে' অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' ৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে অনন্যার 'কল মি বে' সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে, মুখ্যভূমিকায় অনন্যা পাণ্ডে। বিহান সম্রাট, বরুণ সুদ, মিনি মাথুর- সহ অন্যান্যদের দেখা যাবে নতুন এই ওয়েব সিরিজে। ধর্ম প্রযোজনা সংস্থা তৈরি করছে নতুন এই ওয়েব সিরিজ। আজ প্রকাশ্যে এসেছে অনন্যার লুকও। পোস্টারে স্যুটকেস ট্রলির ওপরে বসে, হাতে একটি ক্লাচ নিয়ে রয়েছেন অনন্যা। সদ্য কেকেআরের ম্যাচ দেখতে চিপক স্টেডিয়ামে বন্ধু সুহানার সঙ্গে গিয়েছিলেন অনন্যা পাণ্ডে কেকেআরের জয়ের পরের পার্টিতেও ছিলেন অনন্যা।