তারকাসুলভ অহং নেই যাঁদের, তাঁদের মাটির কাছাকাছি বলি আমরা আক্ষরিক অর্থেই এবার মাটির কাছাকাছি দেখা গেল অভিনেত্রী সোনম কপূরকে মাটির পোশাক পরে ফ্যাশন জগতে নয়া উদাহরণ তৈরি করলেন সোনম মায়ানগরীতে দীপাবলির পার্টিতে যান নায়িকা, সেখানে নজর কাড়ল তাঁর পোশাক কারণ যে ঘাগড়া এবং করসেট টপ পরেছিলেন তিনি, তা সবদিক থেকে অনন্য ছিল খাদির ঘাগড়া এবং ওড়নার সঙ্গে লালমাটি ও মুলতানি মাটির টপ ছিল পরনে মাটির সঙ্গে শিকড়ের টান বোঝাতেই এমন অভিনব পোশাক পরেন সোনম কর্নাটক থেকে আনা লাল মাটি এবং মুলতানি মাটি দিয়ে তৈরি হয় টপটি দেবীপ্রতিমাও তৈরি হয় মাটি দিয়ে, সেই সংযোগও তুলে ধরেছেন নায়িকা সাজগোজে বরাবরই অনবদ্য সোনম, এবারও সকলের নজর কাড়লেন