টেলিভিশনে ঘোমটা দেওয়া বউমার চরিত্রেই অভিনয় করেছেন কিন্তু বাস্তব জীবনে অন্যরকম পরিধান, জীবনযাপন অঙ্কিতা লোখান্ডের সেই নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অঙ্কিতা মুম্বইয়ে একটি মন্দির থেকে বেরোতে দেখা যায় সম্প্রতি তাঁকে পরনে ছিল লম্বা ঝুলের সাদা টি-শার্ট. এবং সাদা রঙেরই শর্টস ক্যামেরা দেখেই অস্বস্তি বোধ করেন তিনি, তড়িঘড়ি গাড়িতে উঠে যান কিন্তু সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই সমালোচনার মুখে পড়ছেন নায়িকা মন্দিরে কেন ওই পোশাক পরে ঢুকলেন অঙ্কিতা, প্রশ্ন তুলেছেন অনেকে অঙ্কিতার পোশাক চয়নে প্রশ্নের মুখে পড়েছে মানসিক স্বাস্থ্যও ভিডিও-য় অঙ্কিতার হাতে স্লিং ব্যান্ডেজ বাঁধা থাকতে দেখা গিয়েছে সেই নিয়ে যদিও উদ্বেগ প্রকাশ প্রকাশ করতে দেখা যায়নি কাউকে