রোজের সফরে কী কী নিয়ে ঘোরেন দীপিকা পাড়ুকোন? জানেন কী কী থাকে তাঁর ব্যাগে? দীপিকার ব্যাগে প্রথম যে জিনিসটা থাকে, তা হল তাঁর বাড়ির প্রত্যেকটা ঘরের চাবি। দ্বিতীয় জিনিসটি হল দীপিকার রোদচশমা। ক্লান্তি এড়াতে বা লুক বদল করতে দীপিকা একটি বড় চশমা পরেন। দীপিকার ব্যাগে সবসময় থাকে তাঁর প্রিয় অরেঞ্জ ব্লসম পারফিউম। তিনি ফ্রেশ হতে ব্যবহার করেন সেটি। নিজের ব্যাগে সবসময়ে একটি নোটবুক রাখেন দীপিকা। নিজের দিনলিপি লিখে রাখতে পছন্দ করেন তিনি। পেন নয়, ব্যাগে পেনসিল রাখতে পছন্দ করেন দীপিকা। কেবল লেখা নয়, সংলাপ বলার সময়ও দীপিকার কাজে লাগে পেনসিল! মেকআপ করতে ইচ্ছা না হলে বা লম্বা সফরের সময় দীপিকার ব্যাগে থাকে একটি ফেস মিস্ট বিভিন্ন মিটিং ফোনেই সেরে নেওয়ার জন্য দীপিকার ব্যাগে থাকে একটি মোবাইল স্টান্ড। দীপিকা ব্যাগে রাখেন এমন একটি অ্যাডপটার যা দিয়ে যে কোনও দেশে যে কোনও ফোন বা ল্যাপটপে চার্জ করা যায়। এছাড়াও দীপিকা নিজের সঙ্গে রাখেন একটি ওষুধের ব্যাগ। এতে থাকে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ