মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল 'গ্রাজিয়া ইয়ং ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২৪'। হাজির হলেন বলিউডের এক ঝাঁক তারকা। নীল ভেলভেট ব্লেজার ও স্কার্ট, নয়া হেয়ারস্টাইল। ফের স্টাইল স্টেটমেন্ট তৈরি ম্রুণালের। পরিচালক কর্ণ জোহরকে দেখা গেল 'মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া ২০২২' সিনি শেট্টির সঙ্গে পোজ দিতে। অভিনেত্রী রাসিকা দুগল ও ম্রুণাল ঠাকুর একসঙ্গে পোজ দিলেন গ্রাজিয়ার রেড কার্পেটে। সাদা অফ শোল্ডার গাউনে একেবারে পরীর মতো দেখাচ্ছিল দিশা পাটনিকে। গাঢ় নীল স্লিট ড্রেস পরে পোজ দিলেন মৌনি রায়। পোশাকে ছিল ফ্লোরাল ডিজাইনও। সাদা অফ শোল্ডার ড্রেসে দেখা মিলল 'স্ত্রী' অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। কালো স্ট্রাইপড কো-অর্ড সেটে নজর কাড়লেন অনন্যা পাণ্ডে। বরাবরের মতোই ঝলমলে সানি লিওন। সোনালী গাউনে উজ্জ্বল তারকা তিনি। শীঘ্রই সন্তান আসতে চলেছে তাঁদের কোলে। তার আগে গ্রাজিয়ার মঞ্চে জমকালো তারকা দম্পতি আলি ফজল ও রিচা চাড্ডা।