শুক্রবার মুক্তি পেয়েছে ‘আর্টিকল ৩৭০’। বৃহস্পতিবার এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে তারকার সমাহার হয়।



হবু মা ইয়ামি গৌতমকে দেখা গেল লাল পোশাকে, বেবি বাম্প সমেত।



লাল এথনিক পোশাকের সঙ্গে কানে ছিল কাশ্মীরি ট্রেডিশনাল দুল।



গোটা টিমের সঙ্গে তো বটেই, ছবি তুললেন প্রযোজক ও স্বামী আদিত্য ধরের সঙ্গেও।



এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন স্বামীর ‘কুকিং স্কিল’ দারুণ।



ওয়াজান ক্যুইজিনে তিনি সিদ্ধহস্ত। তাঁর হাতের রোগান জোশ ও ইয়াখনি নাকি দুর্দান্ত।



ওয়াজান কাশ্মীরি ঐতিহ্যবাহী ক্যুইজিন। আদিত্য ধর এই ধরনের রান্নায় পারদর্শী।



ইয়ামির কথায় তিনি একাধিকবার স্বামীর রান্নার স্টাইল শেখার চেষ্টা করেছেন কিন্তু পারেননি।



অভিনেত্রীর জন্য ‘রান্না করা খুব শান্তিপূর্ণ কাজ। আদিত্যর ক্ষেত্রেও তাই।’



‘আর্টিকল ৩৭০’ ছবিতে ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়ামি গৌতমকে।