অম্বানি পরিবারে হবু বধূ.. এটা তো তাঁর একটা পরিচয় বটেই। কিন্তু পাশাপাশি, কে এই রাধিকা মার্চেন্ট?



১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও শৈল মার্চেন্টের বড় মেয়ে রাধিকার জন্ম।



রাধিকা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন রাধিকা



পড়াশোনার পাশাপাশি, রাধিকা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ভরতনাট্যমের শিক্ষা সম্পূর্ণ করেছেন তিনি।



রাধিকার আরঙ্গাত্রম-এর আয়োজন করেছিলেন খোদ অম্বানি পরিবার, হাজির ছিলেন তাবড় তাবড় সব ব্যক্তিত্বরা।



২০২৩ সালে অম্বানি পরিবারের অংশ হয়ে ওঠেন রাধিকা। তাঁর সঙ্গে বাগদান হয় অনন্ত অম্বানির সঙ্গে



বাগদানের আগেই হবু পুত্রবধূর জন্য মহাসমারোহে আরঙ্গাত্রম অনুষ্ঠানের আয়োজন করেছিল অম্বানি পরিবার



শোনা যায়, হবু পুত্রবধূ রাধিকার সঙ্গে নীতা অম্বানির সম্পর্ক নাকি খুব ভাল। ক্যামেরাতেও ধরা পড়ে সেই রসায়ন।



শোনা যায়, ২০১৯ সালে গোপনে অনন্তের সঙ্গে বাগদান সেরেছিলেন রাধিকা। সেই খবর নিয়ে মুখ খোলেননি কেউ