এবার সম্পূর্ণ অন্য সাজে অভিনেত্রী-মডেল পুনম পান্ডে। মুম্বইয়ের এক মন্দিরের বাইরে হলুদ পালাজো স্যুটে দেখা গেল তাঁকে। নিজের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর পর এই প্রথম প্রকাশ্য়ে কোথাও ক্যামেরাবন্দি হলেন পুনম। গ্ল্যামারের দুনিয়ায় সর্বদা শিরোনামে থাকা এই অভিনেত্রী এদিন অবশ্য সাদামাঠা পোশাকেই ছিলেন। হলুদ পালাজো স্যুটের সঙ্গে নিয়েছিলেন গোলাপি রঙের একটি স্কার্ফ। মেক আপ সামান্য, সঙ্গে 'কার্লি হেয়ার'। অবশ্যই খোলা ছিল চুল। সব মিলিয়ে এদিনের 'লুক'-টা একেবারে মানানসই রেখেছিলেন পুনম। তাঁর হাতে 'পুজোর থালা'-ও দেখা গিয়েছে এদিন। নারকেল, ফুল--সব কিছুই গুছিয়ে সাজানো ছিল থালায়। ক'দিন আগে সার্ভাইক্যাল ক্যানসারে তাঁর 'মৃত্যুর' খবর তুমুল আলোড়ন তৈরি করে। পরে পুনম জানান, খবরটি ভুয়ো। রোগ নিয়ে আলোচনা বাড়াতেই প্রচারের এই পথ বেছে নেন তিনি।