ABP Ananda


অভিনয় করেছেন একাধিক বলিউড ছবিতে, নজর কেড়েছেন 'কান'-এর রেড কার্পেটেও।


ABP Ananda


ফের একবার চর্চায় বলিউড অভিনেত্রী অভনীত কৌর! এমন কী করেছেন তিনি?


ABP Ananda


সদ্য গুঞ্জন ওঠে, অভনীত নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের মুখে বড় বদল এনেছেন


ABP Ananda


এবার 'প্লাস্টিক সার্জারি'-র তথ্য নাকচ করে মুখ খুললেন অভনীত কৌর। কী বললেন তিনি?


ABP Ananda


অভনীত বললেন, প্লাস্টিক সার্জারি কেন, তিনি ছবিতে ফিল্টার পর্যন্ত ব্যবহার করতে পছন্দ করেন না।


ABP Ananda


তবে তিনি ত্বকের যত্ন নেন। ত্বক টানটান থাকার জন্য যা যা করার, তাই করেন।


ABP Ananda


অভনীত স্বাভাবিক পদ্ধতিতে বিশ্বাস রাখেন, সেই কারণে তিনি নিজের যত্ন নেন। কিন্তু কোনও সার্জারি করান না


ABP Ananda


অভনীত বলেছেন, তিনি নিজের ৭-৮ বছর বয়স থেকেই ক্যামেরার সামনে আসেন।


ABP Ananda


ফলে অভনীত নিজের নাক বা ঠোঁট বদলে ফেলায় একেবারেই বিশ্বাসী নন।


ABP Ananda


অভনীত কান -এর মঞ্চ ছুঁয়ে প্রণাম করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছিলেন