দক্ষিণে তিনি সফল অভিনেত্রী। কিন্তু বলিউডে সাফল্যের মুখ দেখতে তাঁর সময় লেগে গেল বেশ কয়েকটা বছর!



তিনি রশ্মিকা মন্দানা। তাঁর ঝুলিতে ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো দক্ষিণী ছবি থাকলেও, বলিউডে নিজের জমি তৈরি করার কাজটা সহজ ছিল না।



২০২২ সালে ‘গুডবাই’ ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেন ২৮ বছরের অভিনেত্রী।



দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে নায়িকা এত জনপ্রিয়, তাঁর প্রথম হিন্দি ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি



ছবি ব্যর্থ হলেও হাল ছাড়েননি রশ্মিকা। বড়পর্দার পাশাপাশি চেষ্টা চালিয়ে যেতে থাকেন ওটিটি-তেও।



২০২৩ সালে রশ্মিকাকে আবার হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়



বলি অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন রশ্মিকা। ওটিটিতে মুক্তি পায় সেটি।



এরপরে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে প্রথম সাফল্যের মুখ দেখেন রশ্মিকা।



‘অ্যানিম্যাল’ ছবিটি হিন্দি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে



এরপরে তাঁর অভিনীত 'ছাবা' ছবিটিও ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে।