ABP Ananda


সদ্য আয়োজিত হয়েছিল 'হইচই' ও এসভিএফের তরফে একটি পার্টির। সেখানে ঘোষণা করা হল তাঁদের একগুচ্ছ আগামী প্রোজেক্টের। সেখানে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়


ABP Ananda


সাদা পোশাকে, ওয়েট লুকে হাজির হয়েছিলেন শুভশ্রী। আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে এলেন রেড কার্পেট দিয়ে।


ABP Ananda


তবে এই ওয়েট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই চূড়ান্ত ট্রোলিংয়ের সম্মুখীন হলেন শুভশ্রী।


ABP Ananda


শুভশ্রীর ওয়েট লুক দেখে অনেকেই মনে করলেন, তিনি বোধহয় তেল মেখে রেড কার্পেটে এসেছে। সোশ্যাল মিডিয়ায় লিখলেন ও সেই কথা।


ABP Ananda


অনেকে আবার মনে করলেন, শুভশ্রী বোধহয় জবজবে ঘেমে নেয়ে এসেছেন রেড কার্পেটে।


ABP Ananda


সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর ছবি নিয়ে ছড়িয়ে পড়েছে একাধিক মিম ও। সেখানেও নায়িকাকে নিয়ে মজা করা হয়েছে।


ABP Ananda


তবে অনেকে আবার শুভশ্রীর এই লুককে সিন্ড্রেলার সঙ্গে তুলনাও করেছেন।


ABP Ananda


এসভিএফ ও হইচই -এর জোড়া কাজে দেখা যাবে শুভশ্রীকে। চোর পুলিশ ডাকাত বাবু বলে একটি সিনেমা আসছে সদ্যই।


ABP Ananda


অন্যদিকে হইচই-এর একটি ওয়েব সিরিজে দেখা যাবে শুভশ্রীকে। সিরিজের নাম অনুসন্ধান।


ABP Ananda


খুব তাড়াতাড়িই শুরু হবে নতুন ছবির কাজ।